বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
 ৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।।।  বড়মাঠ হতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌরশহর প্রদক্ষিন শেষে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আবু সৈয়দ হোসেন,, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আফছার আলী।।
 আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মান্যবর মেয়র জননেতা জনাব মোঃ আসলাম।।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জনাব আবু তাহের মোঃ মামুন,, জনাব মোঃ শামীম আজাদ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।

 
                    







 
                                    








