ঠাকুরগাঁও:ব্যাটারি চালিত অটোরিকশা-ইজিবাইকের লাইসেন্স প্রদান ও সেগুলো চালু রাখার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে চালক মালিকরা। রোববার বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, পুণর্বাসন ছাড়া ইজিবাইক বন্ধ করা যাবে না। সড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের সময় আটকসহ হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচির হুশিয়ারী দেন বক্তারা।
পরে অটোরিকশা-ইজিবাইকের লাইসেন্স প্রদান ও সেগুলো চালু রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়া হয়।