শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে শীত উপেক্ষা করে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার -প্রচারণা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২২, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কনকনে শীতে, বাতাস আর কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুইটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চলছে জমজমাট ভোটের প্রচার। শীতের সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা জমে উঠেছে। হাট-বাজার, রাস্তা ঘাটে এখন সর্বত্রই ভোটের আলোচনা। ভোট প্রার্থনা করছেন আর সেই সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আঁখি সরকার জানান, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টিতে ব্যলটের মাধ্যমে চতুর্থ ধাপে সুষ্ঠু সুন্দর নির্বাচন শেষ হয়েছে। ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী ২০২২ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার নিজপাড়া ও ভোগনগর দু’টি ইউপিতে মোট ভোট কেন্দ্র ২৩টি, ভোট কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং ২৩ জন, সহ-সরকারি প্রিজাইডিং অফিসার ১৭২ জন,পোলিং অফিসার ৩৪৪ জন, নিজপাড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২৩ হাজার ৫শত ৮২ জন। পুরুষ ১১ হাজার ৬ শত’ ৪৩ জন ও নারী ১১ হাজার ৬ শত’ ৪৩ জন। ভোগনগর ইউনিয়নে ভোটার সংখ্যা ২১ হাজার ১শত’ ৪৫ জন। পুরুষ ১০ হাজার ৬শত’ ৩৩ জন ও নারী ১০ হাজার ৫শত’১২ জনসহ দুটি ইউনিয়নে মোট ৪৪ হাজার ৭ শত ‘২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এদিকে ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী প্রচার -প্রচারণা। দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি,ইসলামিক আন্দোলন ও স্বতন্ত্র পদ নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ৬নং নিজপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার ফায়সাল (নৌকা) ,(স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো.আনিসুর রহমান আনিস, (চশমা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.জিয়াউর রহমান জিয়া(ঘোড়া) , জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মনজুর আলী (নাঙ্গল), ইসলামিক আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (হাতপাখা) অন্যদিকে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু(নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. বদিউজ্জামাল পান্না, (চশমা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুফতি শাহাবউদ্দিন সজীব প্রধান (আনারস) ইসলামিক আন্দোলন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কারি সমসের আলী (হাতপাখা)। প্রার্থীরা প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন। নিজেকে সমাজসেবক ও ভাল মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এবিষয়ে ৬নং নিজপাড়া ইউনিয়নের বাবুল জানান,তাদের এলাকায় ৫ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা ভালো মানুষ দেখে উন্নয়নের পক্ষে ভোট দিবেন। ভোগনগর ইউনিয়নের জুলেখা বেওয়া জানান,যাদের ভোট দিলে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাদের পক্ষে রায় দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের গৃহবধূ রঞ্জিনার ফেনী মিরসরাইতে রহস্যজনক মৃত্যু

বোচাগঞ্জে ইএসডিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোববার উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুখবর শিগগিরই!

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ

তেঁতুলিয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা  জিজ্ঞাসাদের জন্য আটক-১

তেঁতুলিয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা জিজ্ঞাসাদের জন্য আটক-১

রাণীশংকৈল শান্তিপুর ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী আটক

রাণীশংকৈলে জিংক ধানের বীজ বিতরণ