ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)’র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসি’র অব্যহতি এবং প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল অনশন কর্মসুচিতে পালন করেন।
২৫ জানুয়ারী (মঙ্গলবার) বালিয়াডাঙ্গী শহরের শহীদ মিনার চত্ত্বরে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আবু সায়েদের নেতৃত্বে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত এই অনশন কর্মসূচি পালিত হয়।
উক্ত অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস আলী, যুগ্ম আহ্বায়ক মো.হিমেল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, সদস্য মো. আরিফ, ৮ নং –বড়বাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ হোসেন, ৫ নং– দুওসুও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. লিটন আলী, যুগ্ম আহ্বায়ক মো. তুহিন সহ বালিয়াডাঙ্গী উপজেলা বিভিন্ন স্থরের ছাত্র নেতারা।
এ সময় বক্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান, সেই সাথে অমানবিক ভিসি’র অব্যহতি এবং সাধারণ শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আবাসন হলগুলোর সমস্যা সমাধান ও একটি শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ জোর দাবি জানান।