!
মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি সোমবার জেলা বিএনপি কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জেলা শাখার আয়োজনে সভায় মৎস্যজীবী দলের জেলা শাখার আহবায়ক শাহরিয়ার কবির রতনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শওকত আলী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোজাহারুল ইসলাম বাদল, সদস্য সচিব মাসুদ হাসান পলাশ, সদস্য রুহুল আমিন বাপ্পি প্রমুখ। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।