‘বলিউডের শুধু নায়িকারাই মাদকাসক্ত! নায়কেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন—ঈশ্বর ওদের রক্ষা করো?’—এক টুইটে কথাগুলো লিখেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ পায়। এরপর এটি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। পরবর্তী সময়ে এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, এনসিবি কর্তৃপক্ষের কাছে মাদক সেবন করেন এমন বলিউড তারকাদের নাম প্রকাশ করেছেন রিয়া। সেই তালিকা ধরে এখন তদন্ত করছে এনসিবি। এই টুইটের মাধ্যমে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করলেন মিমি।