বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকলে চলতি মাড়াই মৌসুমে আখ মাড়ইয়ের নির্দেশনা না আশায় আখ চাষীরা চিন্তিত হয়ে পড়ায় আখচাষী ফেডারেশনের উদ্যোগে ২৬ নভেম্বও বৃহস্পতিবার সকাল ১১টায় চিনিকল ট্রেনিং কমপ্লে¬ক্স মিলনায়তনে আখচাষীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেতাবগঞ্জ চিনিকলের আখচাষী সমিতির সভাপতি মো: ফয়জুল আলম চৌধুরী বাবলুর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশাস্ত চৌহান, সাধারন সম্পাদক মো: ইলিয়াস আলী, আখচাষী আব্দুল¬াহ আল- মামুন, সাবেক ইউনিয়ন সভাপতি ওবায়দুর রহমান, সুলতানপুর জোনের সভাপতি মো: হাসান আলী, পুলহাট জোনের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম,মাহাবুব আলম প্রমূখ। মত বিনিময় সভা শেষে চিনিকল রক্ষার জন্য আখ চাষী ও শ্রমিক নেতৃবন্দের যৌথ সুপারিশ ক্রমে আখ চাষী সমিতির সভাপতি মো: ফয়জুল আলম বাবলু চৌধুরীকে আহŸায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত চৌহানকে সদস্য সচীব করে চিনিকল রক্ষা আহŸায়ক কমিটি গঠন করা হয়।