ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক,ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত দবিরুল ইসলামের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকেলে পাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত বাবুর সার্বিক সহযোগিতায় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আহসান হাবিব বুলবুল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদুল ইসলাম,পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল হোসেন প্রমূখ।