পীরগঞ্জ প্রতিনিধি ঃ “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যে বিশ^ মা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা হয়। উপজেলা মহিলা অফিসের হিসাব রক্ষক আশরাফ আলীর সঞ্চালনায় এবং উপজেলা সহকারি কমিশনার ভুমি কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইএসডিও’র উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মেহেনাজ তাবাসসুম ও নাসিমা আক্তার প্রমুখ। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনকে রানা, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায় সহ সরকারী কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।