মুসল্লিদের কষ্টের কথা চিন্তা করে অসাপ্ত মসজিদের নির্মাণ কাজ শুরু করার জন্য অসুস্থ্য মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) মসজিদ কমিটির সভাপতির হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন।
রোববার মুন্সিপাড়াস্থ রাজারামপুর হাউজে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের দীর্ঘদিন ধরে পরে থাকা জামে মসজিদের অসমাপ্ত নির্মাণ কাজ চালু করতে রাজারামপুর এলাকার মরহুম নুরুল হুদা চৌধুরী সাহেবের পুত্র এবং এলাকার জনগণ কর্তৃক দেয়া লৌহ মানব উপাধিতে ভূষিত মানবতার বন্ধু মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল আউয়াল এর হাতে ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় বাদশা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়ে থাকাতে এলাকার মুসল্লিদের খুব কষ্ট হচ্ছিল। তারা অনেক দুরের মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তারা আমাকে এ ব্যাপারে সহযোগিতার অনুরোধ জানালে আমি মসজিদ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা দেই। ইতিপূর্বে কাজ শুরু করার জন্য ১০ হাজার টাকা দিয়েছিলাম। আগামীতে ছাদ ঢালাইয়ের সময় আরও ২৫ হাজার টাকা দিব। এসময় এলাকার মোঃ আতিয়ার রহমান ও মমতাজ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।


















