সোমবার , ১৩ জুন ২০২২ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৩, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাছচাষীদের জন্য “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে আজ সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমরা জাতি হিসেবে যথেষ্ট মর্যাদাসম্পন্ন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যা পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মতো বিশাল স্থাপনা তৈরি করেছি আমরা, যা আমাদের আত্মমর্যাদার প্রতীক। তিনি বলেন, হাবিপ্রবি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, সে হিসেবে এই এলাকার মানুষের প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। যদিও আপনারা মাছ চাষে যথেষ্ট জ্ঞানসম্পন্ন তারপরও আশা করি আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে নতুন অনেক কিছু জানতে পারবেন। তিনি বলেন, মাছ চাষে উত্তরবঙ্গের বিশাল সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সেই উদ্দেশ্য সামনে রেখেই এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা। এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। আপনাদের যেকোন সমস্যায় হাবিপ্রবিকে পাশে পাবেন। কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি কে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য খামারিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় ৩৯ জন মাছচাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গুপ্তধনের সন্ধান।। বিস্তারিত জানতে টাচ করুন

বীরগঞ্জে শব্দশর সাহিত্য সংগঠনের প্রথম বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

বোচাগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে নির্বাচনী অফিস ভাংচুর, আহত-৬

দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

পঞ্চগড়ে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন শুরু

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা