চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবির টহলদল ফেন্সিডিল ও ইয়াবাসহ হাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে।
এ ঘটনায় ২৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মো. শফিকুল ইসলাম বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন দিবাগত রাত আনুমানিক সোয়া ৯টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের স্বরস্বতিপুর গ্রামের সীমান্ত পিলার ৩০৭/১ এর নিকট ২১ বোতল ফেন্সিডিল ও ৩৫ পিচ ইয়াবাসহ ফুলবাড়ি ২৯ বিজিবির টহলদল ফুলবাড়ি উপজেলার পানিকাটা উষাহার এলাকার আজিজউদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩০) কে আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত হাফিজুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।