দিনাজপুর প্রতিনিধি \আসন্ন দলীয় সন্মেলনকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।
বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু, মোঃ শামীম ফিরোজ আলম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রিয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বে নজির স্থাপন করেছে। তার একটি উদাহরণ পদ্মা সেতু। এই পদ্মা সেতু নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা সকল নেতাকর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি আগামী সন্মেলনে আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিকদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন হবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।
এ সময় ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।