বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জিয়া সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে চতুর্থ ধাপে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে জিয়াউর রহমান জিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান সাজু নির্বাচিত হয়েছে। বুধবার (২২ জুন ২০২২) বীরগঞ্জ উপজেলার মোহনপুর লাটেরহাট ইউনিয়নের ছালেহা হোসেন দারুসচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ১০নং মোহনপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলামে এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত নুর ইসলাম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া। কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,
ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু,
প্রচার সম্পাদক হরিশ চন্দ্র মিঠু,শ্রম বিষয় সম্পাদক দেবেন কুমার সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল।এসময় আওয়ামী যুবলীগের সভাপতি নুয়াইস সাঈদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ২শ ২৮ ভোটারের মধ্যে ২শ ২৩ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দি সাইফুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট ও
১৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদুজ্জামান সাজু। তার নিকটতম প্রতিদ্বন্দি খইরুল ইসলাম পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি হামিদুল ইসলাম হামিদ পেয়েছেন ৩৬ ভোট, রেজাউল করিম পেয়েছেন ২ ভোট।সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

বীরগঞ্জে গুড নেইবারস এর গুনগত শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে“অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (২য় পর্যায়ে)” প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’

বোচাগঞ্জে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার  ও পার্সেল সার্ভিসের উদ্বোধন

বোচাগঞ্জে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের উদ্বোধন

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি  পর্যালোচনা ও পরিকল্পনা সভা

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

ঠাকুরগাঁওয়ের ছোট হিয়ার চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

বোদায় আগুনে পুড়ে চারটি পরিবারের ৮ টিনের ঘর পুড়ে ছাই

দিনাজপুরে কয়েকদিনের টানা বর্ষণে আগাম শীতকালীন সবজিসহ ফসলের ক্ষতির আশংকা \ রাস্তাসহ নি¤œাঞ্চলের বাড়ী-ঘরে পানি

“দেশ ও জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা” বিষয়ক রচনা প্রতিযোগিতাঃ