পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ‘জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলা শিক্ষা অফিসের হলরুমে ওই সেমিনারের আয়োজন করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বক্তব্য দেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মাছুম আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. লায়লা আরজুমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম প্রমূখ। সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারমান, গণমাধ্যম কর্মীসহ সমাজসেবার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।