বোচাগঞ্জ প্রতিনিধি ঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের দকচাই মোড় বাজার সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে মানিকের বাড়ি থেকে গতকাল ২৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাত অানুমানিক ৩ টার দিকে গোয়াল ঘরের প্রাচীর ভেঙ্গে গোরুচোরেরা বিদেশী ১টি গাভী, বাছি ২টি ও ১টি অাড়িয়া গরু চুরি করে নিয়ে যায়- যার অানুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে গরুর মালিক জানায়- এলাকাবাসী জানায় কিছুদিন পূর্বেও দকচাই গ্রাম থেকে গরু চুরি হয়েছিল-