পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে আনসার ও ভিডিপি ক্লাব/সমিতিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের হলরুমে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আব্দুস সামাদ
, পিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় এর জেলা কমান্ড্যান্ট শফিউল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাসানুর রহমান। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির পদস্থ কমর্কতা, আনসার ও ভিডিপি দলনেতা-সদস্যসহ আনসার ও ভিডিপি ক্লাব/সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৯টি ক্লাব/সমিতিতে ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।