দিনাজপুরের ছোট-বড় সব নদীতেই পানি বাড়ছে। উজানে অবিরাম বৃষ্টিপাতের কারণে জেলার আত্রাই নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে।
দিনাজপুরে উজানে ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে বৃষ্টির পানি নেমে আসায় জেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও জেলার ছোট যমুনা ও পূণর্ভবা নদীর পানি এখনও বিপদসীমার একটু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পূনর্ভবা ব্রীজের আশেপাশের কিছু নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে আত্রাই নদীর তীরবর্তী ও নিম্ম অঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলি পানিবন্ধী হয়ে পড়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের তিনটি নদীর মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরসহ উজানের দু’দিনের বৃষ্টিপাতের কারণে নি¤œাঞ্চলের কিছু কিছু এলাকায় নদীর পানি প্রবেশ করেছে। তবে বৃষ্টিপাত না হলে পানি প্রবাহ কমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহাবুব আলম দুপুরে জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমা থাকলেও ৩২ দশমিক ২৬মিটার, আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৬৫০ অত্রিক্রম করে ৪০ দশমিক ১১ মিটার এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমা ২৯ দশমিক ৯৫০ হলেও ২৬ দশমিক ৩৬মিটার এ রয়েছে। তবে দিনাজপুরে বৃষ্টিপাত হলে নদ-নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করার আশংকা রয়েছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান সাংবাদিকদের বলেন, ভারতের জলপাইকুড়ি ও সিকিম ও পঞ্চগড়ে কয়েকদিন ধরে ভারীবর্ষণ হওয়ায়, দিনাজপুরের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন বিশেষ করে দিনাজপুরের আত্রাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে সকালে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৫১ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তবে আত্রাই নদীর পানি দুপুরের পর থেকে কমতে শুরু করেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।