Wednesday , 6 July 2022 | [bangla_date]

দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে চলছে প্রস্তুতি

উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হবে। করোনার দুইবছর পর পরিস্থিতি অনুকূলে থাকায় আসন্ন ঈদ-উল আযহার ঈদ জামাতের জন্য দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে শুরু হয়েছে প্রস্তুতি।
গতকাল বুধবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর পরিকল্পনায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্বৃহৎ ঈদগাহ মিনারে পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায়ে ঈদগাহ মাঠে সকল ধরনের প্রস্তুতিমুলক কার্যক্রম তদারকি করছেন দিনাজপুর শহর যুবলীগের সভাপতি ও ঈদগাহ মাঠ প্রস্তুতি কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম রমজান।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম মানিক, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, ছাত্রলীগ নেতা সাগর।
এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দেখতে আসেন। আধুনিক স্থাপত্যশৈলী সমৃদ্ধ ঈদগাহ মিনারকে নতুনরুপে সাজে সাজানো হয়েছে। সন্ধ্যা হলেই রঙিন বাতিতে আলোকিত হচ্ছে বিশাল এই ময়দান।
দেখতে আসা রফিকুলসহ কয়েকজন জানান, এই ঈদগাহ মাঠে দুর-দুরান্তের মানুষের নামাজ আদায়ের জন্যে ঈদের দিন পঞ্চগড় থেকে দিনাজপুর এবং হাকিমপুর থেকে দিনাজপুর রেলরুটে ট্রেন সার্ভিস দেয়ার আবেদন জানান।
এই গোর-এ শহীদ মযদানে একসঙ্গে ১০লাখ মানুষ ঈদের জামাত আদায় করতে পারার ব্যবস্থা রয়েছে। উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ দ্বিতীয়টি নেই।
উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্যমতে, গোড়-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজের ঈদগাহ মিনার তৈরি করতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। এই ৫০ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাবের (যেখানে ইমাম দাঁড়াবেন) উচ্চতা ৪৭ ফুট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি আর্চ নির্মাণ করা হয়।
২০১৭সাল থেকে প্রতিবছর ঈদের নামাজ আদায় করেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বন্ধুদের হাতে প্রাণ গেল মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রে-প্তার ৩

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

বিরামপুরে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই অফিস কক্ষের নথিপত্র

পীরগঞ্জে মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

পঞ্চগড়ে মঞ্চস্থ হল গ্রাম আদালতকে জনপ্রিয়করণে বিশেষ নাটক ‘মানে লে’

নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ  বিএনপির ৫ নেতা কারাগারে

নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির ৫ নেতা কারাগারে

রানীশংকৈলে নদী বাঁচাতে মানববন্ধন

হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”শীর্ষক কর্মশালা

বীরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার শুভ উদ্বোধন