দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা হয়েছে। এ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, কাজীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
গতকাল মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।
ব্র্যাক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)এর সহযোগিতায় এ সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহŸান জানান সদর উপজেলা নিবার্হী অফিসার মর্তুজা আল মুঈদ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষযক কর্মকর্তা মোর্শেদ আলী খান, কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম, সদর মহিলা ভাইস চেযারম্যান জেসমিন আরা জোসনা প্রমুখ ।