বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.কামাল হোসেন এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ-সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওসমান গনি,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিদ্দিক হোসেন, নিতাই সাহা লেলিন বিকাশ ঘোষ, রনজিৎ সরকার রাজ, আব্দুল জলিল, বীরগঞ্জ প্রেসক্লাবের মাজেদুর রহমান, ছকিউদ্দিন আহমেদ,নাজমুল ইসলাম মিলন, দশরথ রায় বাবুল, রেজা মোঃ তৌফিক, তোফাজ্জল হোসেন সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা
উপস্থিত ছিলেন। ‘সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন,আপনার জেনে অত্যন্ত খুশি হবেন যে,বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । ১৯৮৩-৮৪ অর্থবছরে মাছের মোট উৎপাদন ছিল ৭.৫৪ লাখ মেট্রিক টন। ৩৭ বছরের তুলনায় ২০২০-২১ সালে এ উৎপাদন বৃদ্ধি পেয়ে ৪৬.২১ লাখ মেট্রিক টন হয়েছে। ‘ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই স্লোগান কে সামনে রেখে “এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, বর্ণাঢ্য র্যালী,মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।