শনিবার , ২৩ জুলাই ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৩, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার জেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান জানান, ৩১০৯৬২৮জন মানুষের জেলায় ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদন হয়েছে ৬২৭৭০ মে.টন এবং চাহিদা রয়েছে ৬৮১০০ মে.টন (দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম প্রাপ্যতা হিসাবে)। ঘাটতি রয়েছে ৫৩৩০ মে.টন। মাছের ঘাটতি পুরনে কাজ করছেন তারা। সমস্যাগুলো দুর করতে পারলে চাহিদা পুরন সম্ভবপর হবে। এছাড়াও দিনাজপুরের বিভিন্ন উপজেলাতেও মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্য কে সামনে রেখে জাতিয় সৎস্য সপ্তাহ দিনাজপুরর বোচাগঞ্জ উপজেলা মৎস্য অফিস স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।
শনিবার সকাল ১১টায় টায় বোচাগঞ্জ উপজেলা মৎস্য অফিস কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আশিকুর ইসলাম, সদস্য মোঃ রাশেল ইসলাম প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন জাতিয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসুচী উপস্থিত সাংবাকিদের সামনে তুলে ধরেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ বাস্তবায়ন কমিটির আয়োজনে অতিরিক্ত দায়িত্ব থাকা উপজেলা মৎস্য অফিসার আব্দুল হান্নান সাংবাদিকদের সামনে এক লিখিত বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এই ৭ দিন মৎস্য সপ্তাহ পালন বিষয়ক বিভিন্ন কর্মসূচী সম্পর্কে সাংবাদিককে অবহিত করেন। মতবিনিময় সভায় ঘোড়াঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওসমান গনি। এ সময় স্থানীয় গন্যমাধ্যম কর্মী ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
‘মতবিনিময় সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন।
সভায় রতন কুমার বর্মন সাংবাদিকদের মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী গৃহিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানান৷
এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মনিভূষন রায় সহ খানসামা উপজেলা প্রেসক্লাব ও খানসামা প্রেসক্লাবের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন ।
পার্বতীপুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃপার্বতীপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে শনিবার সকাল ১১টার সময় ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন ঘোষনা করা হয়। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম। উপস্থিত ছিলেন মৎস্য সম্পসারণ কর্মকর্তা এ কে অপূর্ব বর্মন, ক্ষেত্র সহকারী আব্দুল লতিফ শেখসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন সংবাদকর্মীরা। সপ্তাহব্যাপী কর্মসূচিগুলো হচ্ছে ব্যানার-ফেস্টুনসহ প্রধান সড়কে র‌্যালী, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা, সফল মৎস্য চাষীসহ, ব্যক্তি, উদ্যোক্তাগণকে মৎস্য পুরষ্কার প্রদান ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রচন্ড শীত কুয়াশাকে উপেক্ষা করে ইরি বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

দিনাজপুরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন

আর্ট একাডেমির পুরস্কার বিতরণ

বোদায় প্রাথমিকে ১৭৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

বোদায় প্রাথমিকে ১৭৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

বীরগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ

নৌকা ডুবিতে মৃত পরিবারগুলোর মাঝে জাতীয় হিন্দু মহাজোটের আর্থিক সহযোগিতা প্রদান

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা করেছে ——রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

বীরগঞ্জে চোরাই কৃত গরু -মহিষ উদ্ধার

অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবীতে হাবিপ্রবি কর্মকর্তাদের মানববন্ধন