Thursday , 28 July 2022 | [bangla_date]

বেকারত্ব দুরীকরনে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী গড়তে ভ‚মিকা রাখবে ‘খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি \ দক্ষকর্মী গড়ে তুলতে দিনাজপুরের খানসামায় উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার খানসামার এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন করেন ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানির উদ্দেশ্যে খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামে দেড় একর জমির ওপর নির্মিত হয়েছে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
এ অঞ্চলের বেকার যুবক-যুবতিদের দক্ষ যুবশ্রেণি গড়ে তুলতে এই টিটিসি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। দক্ষকর্মীরা বৈদেশিক কর্মসংস্থানে উচ্চ পদমর্যাদায় অধিক বেতনে চাকরির সুযোগ পাবেন। যা চলমান রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। বেকার সমস্যা সমাধানে কারিগরিতে দক্ষ প্রশিক্ষণ দেয়ার জন্য এ টিটিসিতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স, সিভিল কনস্ট্রাকশন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ারকন্ডিশনিং, অটোমেকানিক্স, মেশিন টুলস অপারেশন ও গার্মেন্ট বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও এখানে বৈদেশিক ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে দক্ষ শ্রমিক তৈরিতেও কাজ করবে এ টিটিসি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। এসময় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, বিপিএম (বার), খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, খানসামা টিটিসি এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ওয়ালিউর রহমান, ওসি চিত্তরঞ্জন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, সহসভাপতি সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সামসুর রহমান পারভেজ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি টিটিসি চত্বর পরিদর্শন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সারা দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে দিনাজপুরের খানসামা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী পৌর বিএনপি’র সাবেক সা: সম্পাদক দুলালের ইন্তেকাল

বীরগঞ্জে গলায় মাছের কাঁটা লেগে ৩ সন্তানের জননীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন : মাসে মাসে চলবে অভিযান

জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে বর্ণ চূড়ায় পরিণত হয়েছে আওয়ামীলীগ সরকার-মির্জা ফখরুল

বালিয়াডাঙ্গীতে একইদিনে  পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বালিয়াডাঙ্গীতে একইদিনে পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁওয়ে পাট নিয়ে ব্যস্ত কৃষকেরা — প্রয়োজনীয় পানির অভাবে পাট নষ্ট হওয়ার আশংকা

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ মাস হয়েছে এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রীকে ! বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন আসামিরা