মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিকাশে লেনদেন রাণীশংকৈলে অজ্ঞাত নামা আসামীর নামে চলছে চাঁদাবাজি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

মোঃ বিপ্লব, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক ৩টি অজ্ঞাত নামা মামলার ভয়ে গতকয়েকদিন ধরে চলছে পুলিশের নামে চাঁদাবাজি। এলাকাছাড়া নীরিহ মানুষের যেন মরার উপর খড়ার ঘাঁ।
২৭ জুলাই বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমান সহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতংঙ্কে রয়েছে এলাকাবাসি। এ সুযোগে ওসি পরিচয়ে চলছে নিরব চাঁদাবাজি। যদিও পুলিশ প্রশাসন বলছে তদন্ত ছাড়া নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না।
সংশ্লিষ্ঠ্য ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেন কে মামলার ভয়দেখিয়ে ওসি পরিচয়ে গতকাল সোমবার (১ আগষ্ঠ) হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুনি বিকাশে টাকা দে নতুবা তোকেও অজ্ঞাত মামলার আসামি বানাবো। মামলা থেকে রেহাই পেতে বাবুল ২৬ হাজার টাকা দেয় বিকাশে। এমনি ভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুল কেও ওসি পরিচয়ে ২০হাজার টাকা দাবী করে। আলমের কাছেও মামলার ভয়দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০হাজার টাকা দাঁবি করে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত ওসি আব্দুল লতিফ সেখ। তিনি বলেন ওসি’র পরিচয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন ভাবে মোটা অঙ্কের টাকা দাবী করছে, আমরা নাম্বার গুলি যাচাই করার চেষ্ঠা করছি।
এদিকে স্থানীয় সালেহা বেগম বলেন, এ গ্রামে কোন পুরুষ মানুষ থাকে না। মসজিদে আযানও কেউ দেননা নামাজও কেউ পড়েনা। রাতে কোন মোটরসাইকেল কিংবা আটো বা মহেন্দ্র গাড়ীর শব্দ শুনলেই মনে হচ্ছে এই বুঝি পুলিশ আসিল। তার পরে ও বিভিন্ন মোবাইলে টাকা দাঁবি করছে। যেন মরার উপর খড়ার ঘাঁ।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত চলছে ওসি পরিচয়ে প্রতারক চক্রকে খুব শিঘ্রই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত