শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৩, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

শনিবার বালুবাড়ী এমবিএসকে মিলনায়তনে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকের উপ-নির্বাহী প্রধান মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র একাউন্টেন্ড মোঃ আমিনুজ্জামান, একাউন্স অফিসার মোঃ কফিল উদ্দিন, সহকারী অফিসার মোর্শেদা পারভীন মলি, সহকারী এমআইএস অফিসার নুরুন্নবী। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মনিকা রায়, মোঃ ফেরদৌস মন্ডল, নাদিয়া আক্তার রাসু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার উপেন্দ্র নাথ রায়। প্রধান অতিথি কোতয়ালী থানার ওসি মোঃ তানভিরুল ইসলাম বলেন, মোবাইল ফোনে আসক্ত না হয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাবৃত্তির টাকায় একদিন তোমরা প্রকৃত শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্ণধার হিসেবে দেশ পরিচালনা করবে। উল্লেখ্য এ পর্যন্ত ৩২৮ জনের মাঝে ৪১ লাখ ৬৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। প্রকৃত ও নৈতিক শিক্ষায় তোমাদের শিক্ষিত হতে হবে। আমাদের দরিদ্র উপকারভোগী সদস্যদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষত করতে এই বৃত্তি যথেষ্ট ভুমিকা রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের আটোয়ারীতে অপহরণের ৫দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধারঃ

স্বামীর লাশ দেখতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধ‚ ——- চিকিৎসা সহায়তায় পাশ্বে দাঁড়ালো এমকেপি

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও নতুন লাইফ সেভিং এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন– রমেশ চন্দ্র সেন – এমপি,

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সন্ধার পর বিদ্যুতের লোডশেডিং মানতে চায় না গ্রাহকরা

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর

ঠাকুরগায়ে কর্নেট সাংস্কৃতিক সংসদ এর বর্ষবরণ ও আসন্ন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার

অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান সম্মত বীজ মূল ভুমিকা রাখে -পরিচালক বীজ প্রত্যয়ন অধিদপ্তর