বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের পল্লীতে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৫ আগষ্ট -২০২২) সকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জাতীয় উদ্যাণ সিংড়া ফরেস্ট এর ভিতরের জঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বীরগঞ্জ থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( বীরগঞ্জ সার্কেল) সাদাদাদ সুমন এর নেতৃত্বে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, তদন্ত ওসি মনিরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকা লাশটির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানা ক্যাম্পাসে নিয়ে আসে । স্থানীয় ও প্রদক্ষর্দশীরা প্রাথমিক ধারণা করে জানান, অজ্ঞাত অর্ধগলিত ব্যক্তিকে মেরে ফেলে রাখা হয়েছে।