বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৭, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের পক্ষে সদ্য সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমানের আয়োজনে বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, গ্রæপ কমান্ডার ফরহাদ আহম্মেদ আলোচ্যক হিসেবে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুর ইসলাম, জেলা আওয়ামী লীগ সদর উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক আলহাজ্ব মোঃ আকবর। এছাড়া উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদের জুয়েল সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ হিমেল। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর জেলা ইউনিট কমান্ড সদ্য সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সাইদুর রহমান। বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার ও স্বাধীকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপোসহীন। ফাঁসির মঞ্চেও তিনি বাংলা ও বাঙ্গালীর জয়গান গেয়েছেন। এখনও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গনতন্ত্র বিরোধী চক্র নানা ভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে আসছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশের উন্নয়নে ধারাবাহিকতা ও গনতন্ত্র রক্ষার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের একাত্তরের ট্রেনিংকে কাজে লাগাতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত