বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীরগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগ।
বুধবার (১৭ আগষ্ট -২০২২) বিকাল ৫টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় চত্বরে (পুরানো শহীদ মিনার) মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বীরগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তুর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাবেক সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রোকুনুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.মোসাদ্দেক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে এদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাস করছে। ভবিষ্যতেও এসব জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলের সকল প্রকার নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।