শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) দিনাজপুর জেলা শাখা আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
সভায় বাপসা দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, গত ১৩ আগষ্ট লেকশোন হোটেলে ঢাকায় জাতীয় উন্নয়নে অঙ্গিকার, শিক্ষা মানসম্মত কর্মসংস্থান জেন্ডার, সমতা শীর্ষক আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী ইউনিয়ন পরিষদ সচিবদের মোস্ট পাওয়ার ফুল এন্ড করাপটেড হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন। যা দেশের সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এতে আমাদের মান মর্যাদা ক্ষুন্ন হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও অনভিপ্রত ও অমানবিক। বক্তারা আরোও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাহী প্রধান হলেন ইউপি চেয়ারম্যান। তিনি পরিষদের আয়ন-ব্যায়ন কমকর্ত। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন ইউনিয়ন পরিষদ পরিচালনা করে থাকেন। ইউনিয়ন পরিষদের সচিবরা পরিষদকে শুধু সহায়তা করে থাকে। ইউপি চেয়ারম্যানরা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে থাকেন।
আমরা কর্মপরিকল্পনা মন্ত্রীর কাছে অনুরোধ করছি যে, উক্ত বক্তব্য প্রত্যাহার করে ইউপি সচিবদের তৃনমূল পর্যায় উন্নয়নের অংশীদার হিসেবে গ্রহন করুন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাপসা দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম হাসানুর জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, মোঃ আবু তাহের, রাজিউর রহমান, রবিউল ইসলাম, মোকারম হোসেন, মাজাহারুল ইসলাম, মোঃ আলী, গোলাম কিবরিয়া, এহসানুল হক ও মোঃ মাহাবুবুর রহমান।