মাদককে না বলুন, অার ক্রীড়াকে হ্যা বলুন, এই শ্লোগান কে সামনে নিয়ে বোচাগঞ্জের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে অাজ ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা অাওয়ামীলীগ কার্যালয়ে ভাদুয়ায়ী গ্রামের ক্রীড়ানুরাগী যুবকদের মাঝে একজোড়া ফুটবল তুলে দেন বোচাগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অাবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ অাফছার অালী, এসময় বোচাগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অাবু তাহের মোঃ মামুন, সুব্রত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া, দপ্তর সম্পাদক এম, বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ অাতরুজ্জামান সজীব, অাওয়ামীলীগ নেতা মোঃ অাসলাম, মোঃ রমজান অালী উপস্থিত ছিলেন