মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রস্তুতি সভা ৮ সেপ্টেম্বর জেলা কাউন্সিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৩, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রনিতিধি\ বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা শহরের নজরুল পাঠাগার সংলগ্ন জেলা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এরমান আল আমিন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায়, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, সদর উপজেলার সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল, জাসদ নেতা ও ধাক্কামারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল প্রমূখ। সভা শেষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিনকে আহবায়ক করে নয় সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও