বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে দলিত ও আদাবাসীদের অনুক’লে সংবাদ প্রকাশের লক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনজিও ইসএসডিও-এর হলরুমে প্রমোশন অব রাইটস এথনিক মাইনোরিটি এ্যান্ড ইমপ্রæভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীব) প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরল প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকারে সভাপতিত্বে এবং প্রকল্পের ফিল্ট ফিসিলেলিটর নজরুল ইসলামের সঞ্চলোনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, সাবেক সভাপতি মোজাম্মেল হক, তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান ও সদস্য সুবল রায়। দলিত ও আদিবাসীদের পক্ষথেকে বক্তব্য রাখেন, প্রদিব সিং, বিজন কড়া, অষ্টোমী ভুঞ্জার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের টিভিইটি এন্ড ইয়্যুথ ডেভেলপমেন্ট অফিসার মোঃ শাহিন আলম।