বিরল (দিনাজপুর)\ বিরলে উপজেলা পর্যায়ে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় পুরষ্কৃত হয়েছে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের কৃতি খেলোয়াড়বৃন্দ আগামী ১২ সেপ্টেম্বর দিনাজপুর শহরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিরল উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। এ উপলক্ষ্যে শনিবার বিকালে বিরল মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুলহকসহ খেলোয়াড়বৃন্দ পুরষ্কার গ্রহণ করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।