শুক্রবার , ১৮ ডিসেম্বর ২০২০ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৮, ২০২০ ৫:১১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সেই সাথে পদ্মা সেতুই আজ সারা বিশ্বকে জানান দিয়েছে বাংলাদেশের সাহসিকতার কথা। বিজয়ের এই মাসে নতুন করে আবার বাংলাদেশকে চিনবে সারা বিশ্ব। তিনি বলেন, বিজয়ের মাসে পরাজিত শক্তি ফের মাথা চাড়া দেবার চেষ্টায় মেতেছে। এই পরাজিত শক্তির বির“দ্ধে পুনরায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর দেশে শান্তি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার মুজিব শতবর্ষের উপহার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরন (এলজিইডি) তত্বাবধানে ‘জয়নন্দ এম এস গোপাল মঞ্চ’ এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মো. মনির“ল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফার“ক, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী নিমাই চাঁদ বৈষ্ণব, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়।এর আগে মুজিব শতবর্ষের উপহার ডাবোর ইউনিয়নে ¯’ানয় সরকার প্রকৌশল অধিদপ্তরন (এলজিইডি) বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে গুলিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন, ৭৫ লাখ টাকা ব্যয়ে পশ্চিম মুকুন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন, ৭৫ লাখ টাকা ব্যয়ে জয়নন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও