মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রিপোর্ট দিতে গড়িমসি দিনাজপুর চেক আপ ডায়াগন্ষ্টিক সেন্টার এর বিরুদ্ধে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর চেকআপ ডায়গন্ষ্টিক সেন্টারের বিরুদ্ধে রিপোর্ট প্রদানে গড়িমসি ও ্একজন রোগীর পিতার সাথে অসৌজন্যমূলক আচরন করার প্রতিবাদে সেতাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে সেতাবগঞ্জ পৌরসভার আজিমাবাদ মহল্লার বাসিন্দা ভুক্তভোগি সৈয়দ সামির উদ্দীন।
গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সেতাবগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১১/০৮/২০২২ ইং তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ট ০৯ মিনিটে তার কন্য সন্তান সারা (২ বছর ১০ মাস) কে চিকিৎসার জন্য দিনাজপুর অরবিন্দ হাসপাতালে ভর্তি করাই। পরদিন ১২/০৮/২২ শূক্রবার অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ফাতেমা ফারজানা আমার কন্যার শারিরীক অবস্থা দেখে কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। আমি তাৎক্ষনিক দিনাজপুর বালুবাড়ীস্থ (আইন কলেজ মোড়) চেক আপ ডায়াগন্ষ্টিক সেন্টারে গিয়ে যথারিতী পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা পরিশোধ করি। সেখানে আমার কন্যার হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস- ই পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করা হয়। এই রিপোর্টটি ঢাকায় পাঠানো হবে মর্মে তিনদনি পর অর্থাৎ ১৫/০৮/২২ তারিখে হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-ই এর রিপোর্ট দেয়া হবে মর্মে আমাকে জানায়। ঐ দিনই আমার কন্যার শারিরীক অবস্থার অবনতি হলে অরবিন্দু হাসপাতালের ডাক্তারগন আমার কন্যার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। আমি আর দেরি না করে তাৎক্ষনিক অনলাইনে বিমানের টিকিট কেটে রাতেই সৈয়দপুর এয়ারপোর্ট হয়ে ঢাকায় যাই। সেখানে রাতেই ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ইনিস্টিউটের জরুরী বিভাগে তাকে ভর্তি করাই। ভর্তির পর সেখানকার ডাক্তাররা কিছু টেষ্ট দেয় যার মধ্যে হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-ই এর টেষ্ট উল্লেখ করা ছিল। যেহেতু আমার শিশু কন্যার শরীরে রক্ত কম ছিল তাই আমি ডাক্তারদের জানাই এই ট্রেষ্টগুলো দিনাজপুর চেকআপ ডায়াগন্ষ্টিক সেন্টারে দেয়া হয়েছে। যার রিপোর্ট ২/৩ দিনের মধ্যে তারা দিবে। যেহেতু রিপোর্টগুলো ঢাকায় হবে সেহেুতু ঢাকা শিশু হাসপাতালের ডাক্তাররা ঐ রিপোর্ট গুলোর জন্য অপেক্ষা করতে বলে।
আমি যথারীতি ১৫/০৮/২২ ইং তারিখে আমার এক প্রতিনিধির মাধ্যমে দিনাজপুর চেকআপ ডায়াগনষ্টিক সেন্টারে গেলে ঐ দিন রিপোর্ট হয়নি পরদিন অর্থাৎ ১৬/০৮/২২ তারিখে রিপোর্ট দিবে। যথারিতী আমার প্রতিনিধি ১৬, ১৭, ১৮ তারিখে পরপর ৩ দিন চেকআপ ডায়াগনষ্টিক সেন্টারে গিয়েও রিপোর্টের কোন সন্ধান পায়নি। তারা রিপোর্ট দিতে গড়িমসি ও টালবাহানা করছে। এই খবর পেয়ে আমি নিজেই ফোনে চেকআাপ ডায়াগন্ষ্টিক কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানায়, আগামী ১৯/৮/২২ ইং তারিখে আমাকে তারা ফোনে রিপোর্টটি দিবে। এদিকে হেফাটাইটিস -এ ও হেপাটাইটিস-ই এর রিপোর্টের কারনে আমি আমার শিশু কন্যার কোন সৃ-চিকিৎসা করাতে পারছিলাম না। অপরদিকে ডাক্তারগন রোগ নির্নয় করতে ন্ াপারায় তারাও কোন চিকিৎসা দিতে পারছেন না। সময়মত রিপোর্টটি না পাওয়ায় আমার কন্যা সন্তানের চিকিৎসা ব্যাহত হয় এবং তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। উপাযন্ত না পেয়ে আমি পুনরায় ঢাকায় টেষ্টগুলো করাতে বাধ্য হই। যাতে করে আমি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ভাবে ভেঙ্গে পরি। একটি কোমলমতি শিশুর একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে বার বার টালবাহানা করার উ্েদ্দ্যশ কি ছিল তাদের আমার জানা নেই? বলার ভাষাও নেই? পরবর্তীতে ঢাকায় চিকিৎসার পর আমার কন্যার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে ডাক্তাররা তার আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেয়। আমি সেই পরামর্শ শুনে নিজ বাড়ীতে ফিরে আসি। এরপর গত ০১/০৯/২২ ইং তারিখে দিনাজপুর চেকআপ ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে রিপোর্ট দিতে বিলম্ব ও রিপোর্ট হয়েছে কিনা জানতে চাইলে চেকআপ ডায়াগন্ষ্টিক সেন্টারের কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারিরা কোন কিছু না শুনেই আমার সাথে অসৌজন্য মূলক আচরন করে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আমি আর কোন প্রতিবাদ না করেই সেখান থেকে ফিরে আসি।
দিনাজপুরের একটি ডায়াগনষ্টিক সেন্টারের খামখেয়ালির কারনে আমার কন্যা সন্তানের যে ক্ষতি হয়েছে তার দায়িত্ব কে নেবে? সময়মত রিপোর্ট পেলে চিকিৎসা ভাল হত। কিন্তুু তাদের উদাসিনতা ও অবহেলার কারনে আমার কন্য সন্তানের স্বাস্থ্যের অবনতি ও সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি আমি ও আমার পরিবার শারিরীক, মানসিক ও আর্থিক ভাবে চরম ক্ষতির সন্মুখিন হয়েছি। আমি মনে করি, চেকআপ ডায়াগন্ষ্টিক সেন্টারের অবহেলা ও দায়িত্বহীনতার কারনে আর যেন কোন কোমলমতি শিশু বা যে কোন মানুষের রিপোর্ট নিয়ে এভাবে ছিনিমিনি খেলা না হয় তার সুবিচার চাইছি। আর যেন কোন পরিবারের সন্তান তাদের খপ্পরে পড়ে চরম হয়রানীর শিকার না হয় এজন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এসময় রোগী শিশু কন্যা সারা (২), মাতা মোছাঃ রাহানা আক্তার, সৈয়দ সাব্বির আহম্মেদ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যুবলীগ দিনাজপুর জেলা শাখার ফ্রি চক্ষু ক্যাম্পসহ দিনব্যাপী কর্মসুচী

বীরগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস উধাও বিপাকে পড়েছেন ভোক্তারা

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে খোলা মাঠে বিশেষ নামাজ আদায়

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

বীরগঞ্জের দলুয়া আওয়ামী লীগ অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে !

বীরগঞ্জে চতুর্থ ধাপের নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন