Wednesday , 21 September 2022 | [bangla_date]

এবার দিনাজপুর জেলায় ১২৮৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা \ ব্যস্ত মৃৎশিল্পীরা

দিনাজপুর প্রতিনিধি \
আগামী ২৫ সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে চলছে প্রতিমা তৈরির ধুম। দিনাজপুর জেলায় প্রতিমা তৈরীতে দিন রাত মন্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
এবার একটি মন্ডপ বেড়েছে। এনিয়ে দিনাজপুর জেলায় মন্ডপ সংখ্যা ১২৮৩টি। যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে বাড়ছে পূজার প্রস্তুতি। তৈরী হচ্ছে গেট, মন্ডপ আর পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে প্রতীমা তৈরী কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরাও।

এদিকে, পূজার আমেজ বৃদ্ধি পাওয়ার সাথে বেড়েছে কেনাকাটা। শহরের বিভিন্ন শপিং মলগুলোতে ভীড় বাড়ছে। করোনা ভাইরাসের প্রভাব কমে যাওয়ায় এর আমেজ বাড়লেও স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপনে অপেক্ষায় আছে হিন্দু ধর্মালম্বীরা।
প্রতিমা তৈরির কারিগর শ্যামল, নরেন, কার্তিক, রতন কুমার বলেন, কমিটির লোকজনের চাহিদা অনুযায়ী এবার প্রতিমার আকার ও ডিজাইনে ভিন্নতা এসেছে। প্রতিমা তৈরি করা অনেক কষ্টের আর আগের মত লাভ হয় না। তারপরও করতে হয়। দুই একদিনের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোর রং ও সাজ-সজ্জার কাজ শেষ হবে। আর প্রতিমা তৈরীর মজুরি প্রতিমা সাইজ ও ধরণ অনুযায়ী নির্ধারণ করা হয়। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক উত্তম কুমার জানান, এ বছর জেলায় ১২৮৩টি মন্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয় এই দুর্গোৎসব। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে প্রতিমা। মাটির কাজ শেষ করার পর রঙ-তুলির আঁচরে বর্ণিলভাবে প্রতিমার রূপ দেওয়া হচ্ছে। নিজের সন্তানের মতো অতি ভালবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, ল²ী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। প্রতিমা গড়া শেষ হলে রঙতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ। হৃদয়ের ভালবাসায় চলছে প্রতিমা তৈরির এ কাজ।
তারা আরও জানান, আগামী ৩০ সেপ্টেম্বর বোধন শেষে ১অক্টোবর ষষ্ঠী পূজা এবং আগামী ৫অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সদ্য ভূমিষ্ট সন্তানের দত্তকের খোঁজে রাণীশংকৈলে এক ভ’মিহীন পরিবার

অসুর রূপে ধর্ষকদের নিধন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঢাকায় হয়ে গেল পীরগঞ্জবাসীর চড়ুইভাতি উৎসব

পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

ফারুক সভাপতি- ডাবলু সম্পাদক পীরগঞ্জে কালব্’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

করোনার বিস্তার রোধে বীরগঞ্জ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা

বালিয়াডাঙ্গীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

এক মাস পর কারামুক্ত দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

জমি দলিলের আট দিনের মধ্যেই নামজারি