Thursday , 22 September 2022 | [bangla_date]

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

প্রশ্নফাসঁ নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), কৃষি, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা আগামী ১০, ১১, ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার এই স্থগিত হওয়া পরীক্ষার সময়সুচী ঘোষনা করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড।
এর আগে বুধবার বিকালে দিনাজপুর শিক্ষা বোর্ডে ওই ঘটনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আগামী ৫ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যানের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বোর্ডের কলেজ শাখার পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপ-পরিদর্শক আকতারুজ্জামান।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থগিত হওয়া বিষয়গুলোর গণিত (আবশ্যিক) পরীক্ষা ১০অক্টোবর, কৃষিশিক্ষা ১১ অক্টোবর, রসায়ন ১৩ অক্টোবর ও পদার্থবিজ্ঞান ১৫ অক্টোবর হবে। এঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।এরপরই দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। ওই বিষয় চারটি ছিল-গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন। এর মধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২২সেপ্টেম্বর। এছাড়া ২৪সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।
এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। এ নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে বীরগঞ্জ পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

রাণীশংকৈলে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পার্বতীপুর মডেল থানায় নতুন ওসি এম এ ফারুক যোগদান

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হরিপুরে ছেলের হাতে মা খুন !

ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে !

দিনাজপুর চেম্বারের আয়োজনে সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময়

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে -আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি

ঠাকুরগাঁওয়ে ২১ বছর পর পরিবারের কাছে ফিরলেন– মতিউর