Wednesday , 28 September 2022 | [bangla_date]

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী,তথ্যমেলা ও ভ্রাম্যমান প্রচারনা

“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উযদাপন উপলক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রæপ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে এবং ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর সহযোগিতায় র‌্যালী, আলোচনা সভা সারা শহরে ভ্রামমান প্রচারনা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় উপস্থিত ছিলেন, এডিসি (সার্বিক) বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সুজন সরকার ও সনাকের সভাপতি আব্দুল জলিল।
ভ্রাম্যমান র‌্যালীতে বক্তব্য রাখেন জেলা তথ্য অথিকার আইন বাস্তাবায়ন কমিটির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সামিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ হোসেন, তামজিদা পারভিন সিমা, মোসাদ্দেকুল ইসলাম মুকুল, মুকিদ হায়দার মোঃ আস্তারুল আলম, মোঃ শাহাজাহান আলী, রাবেয়া খাতুন রানু, মামুনুর রহমান, অনামিকা পান্ডে, বাবলী আক্তার, পিংকি, জুবলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বুনু বিশ^াস, বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা আঞ্জুমান বানু। সার্বিখ তত্ত¡াবধায়নে ছিলেন রিচার্স ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মতিউর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মালিক জনগণ চাইলে তথ্য দিতে বাধ্য কর্মকর্তগণ। সভার জানা প্রয়োজন তথ্য পেতে ৬টি করণীয় সম্পর্কে জানা দরকার। তা হলোঃ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পেলে কর্মকর্তাকে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে হবে। ২০ কার্যদিবসের মধ্যে তথ্য না দিলে তার উর্ধতন কর্মকর্তার কাছে আপিল করতে হবে। আপিল কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। আপিল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না দিলে তথ্য কমিশন বরাবর অভিযোগ দায়ের করতে হবে। তথ্য কমিশন সুনানীর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি হবে।
বিরলে তথ্যমেলা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে তথ্য অধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী তথ্যমেলা, র‌্যালী, রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যান পরিষদ (এমকেপি) যুক্ত প্রকল্পের আয়োজনে বুধবার সকলে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী তথ্য মেলার মুক্তমঞ্চে আলোচনা সভায় বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা মোনালিসা, বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, বিরল পল্লী বিদ্যুতের ডিজিএম মামুনুর রশীদ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন খান। পরে একই মঞ্চে তথ্য অধিকার বিষয়ক শিক্ষার্থীদের বিতর্ক অনুষ্ঠান, পুতুল নাচ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার কর্মএলাকা ৫টি ইউনিয়নে রোর্ড শো ও উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তথ্য মেলায় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তথ্য সম্বলিত স্টল দেয়া হয়।
খানসামায় র‌্যালী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” স্লোগানে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও পরবর্তীতে পরিষদ সভাকক্ষে তথ্য অধিকার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

পীরগঞ্জে ভুমিদস্যুদের হাত থেকে সরকারি বিল রক্ষার দাবীতে মানববন্ধন

৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

তেতুঁলিয়ায় পল্লী বিদ্যুতের ১০ এমভিএ উপকেন্দ্রের উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে বীরগঞ্জ থানা ক্যাম্পাসে বৃক্ষরোপণ

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ব্যাপক মুকুল আসায় খুশি বাগান মালিকরা

রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে লিচু গাছের ডালে ঝু-লন্ত এক ব্যক্তির লা-শ উ-দ্ধার

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ