“শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা”¯েøাগানে দিনাজপুরে বিভিন্ন নারীদের সাথে যৌতুক নিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহরের মুন্সিপাড়া (বুটিবাবুুর মোড়) এলাকায় এ আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মুন্সিপাড়া দুস্থ নারী উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে দিকনির্দেশনামুলক বক্তব্যে মুন্সিপাড়া দু:স্থ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা রহমান ইভা বলেন, যৌতুক দেয়া বা নেয়া আইনত দন্ডনীয় অপরাধ। তাই এ ধরনের অন্যায় প্রতিরোধে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ বলে দাবী করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, নারী উদ্যোক্তা মিতুসহ আরো অনেকে।