মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে সদর থানার শাড়ি ও লুঙ্গি বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ৪ অক্টোবর মঙ্গলবার সদর থানার হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সদস্য ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও