Monday , 17 October 2022 | [bangla_date]

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা শেষ হবে ২০ অক্টোবর।
সোমবার বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। এরআগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, আল আরাফাহ ইসলামী ব্যাংক দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. মবিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ এ আদেল, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিুজর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, সদস্য রবিউল আউয়াল খোকা, মো. শাহীন, জুলফিকারসহ খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও হকি উ কমিটির আহবায়ক মতিউর রহমান জানান, ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে- রংপুর বিভাগীয় দল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা দল।
উদ্বোধনী খেলায় অংশ নেয় রংপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা দল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. লতিফুর রহমান, মো. খায়রুল আমীন, জাজ মাকসুদুর রহমান, রিজার্ভ আম্পায়ার জায়েদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ, ফলনও ভালো ।

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

পঞ্চগড়ে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

আটোয়ারীতে রেলপথ অবরোধ! ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পঞ্চগড়ে জাগপার গণসংযোগ ও লিফলেট বিতরণ

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিরা

বাঙালি চেতনাই আমাদের মুক্তিযুদ্ধকে সানিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুর মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

ঘোড়াঘাটে চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প