Monday , 17 October 2022 | [bangla_date]

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা শেষ হবে ২০ অক্টোবর।
সোমবার বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। এরআগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, আল আরাফাহ ইসলামী ব্যাংক দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. মবিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ এ আদেল, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিুজর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, সদস্য রবিউল আউয়াল খোকা, মো. শাহীন, জুলফিকারসহ খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও হকি উ কমিটির আহবায়ক মতিউর রহমান জানান, ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে- রংপুর বিভাগীয় দল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা দল।
উদ্বোধনী খেলায় অংশ নেয় রংপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা দল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. লতিফুর রহমান, মো. খায়রুল আমীন, জাজ মাকসুদুর রহমান, রিজার্ভ আম্পায়ার জায়েদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে ৫৩”তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরে ইউসিবি‘র উদ্যোগে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে পল্লী উন্নয়ন রোকেয়া জাতীয় পদক পাওয়ায় রনিতা বালাকে সংবর্ধনা !

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রেল মন্ত্রীর অনুদান প্রদান

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রচার-প্রচারণায় এগিয়ে শামীম ফিরোজ আলম

শোক সংবাদ ঠাকুরগায়ে মুক্তিযোদ্ধার সন্তান মাহাবুব হোসেন আর নেই

বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ