শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৪, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ

মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও : দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ ।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য জানানো হয় ।

রুহিয়া থানা কমিটিতে হেলাল হোসেনকে সভাপতি ও রেজওয়ানুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে । এছাড়াও হরিপুর থানা কমিটিতে সাদেকুল ইসলামকে সভাপতি ও শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে ।

ঘোষিত রুহিয়া থানার কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- রাফসান জানি রুবেল, হুমায়ুন কবির, প্রবীর কুমার রায়, মাসুদ রানা সরকার, মঞ্জু আলম তানিম, ফিরোজ জামান, মানিক ইসলাম, সোহাগ হোসেন, হযরত আলী, রিমু সরকার, অরবিন্দ সেন, সাদেকুল ইসলাম ও রুহুল আমিন রুবেল ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আনিসুর রহমান, স্বরুপ কুমার সেন, আবির সরকার, হৃদয় রায়, আলমগীর হোসেন, সোহাগ সালমান, লিটন রানা, শামসুদ্দিন টিব্রিজ বাবু । অন্যদিকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মো. রানা, মনোতোষ চন্দ্র রায়, সাকিব উল ইসলাম বাদশাহ, মাহিন ইসলাম, সিদ্দিকুল ইসলাম, নাজমুল ও রনি ইসলাম।

ঘোষিত হরিপুর থানা কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- রফিকুল ইসলাম রফিক, শাকিল রানা পারভেজ, ইয়াসিন আলী, মাহিদুল সরকার বাপ্পি, সবুজ শর্মা, লিয়াকত আলী বাপ্পি, আরিফুর রহমান প্রধান (আলিফ), মাসুম বিল্লাহ ও মুরাদ হোসেন ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- মাসুদ রানা, উজ্জ্বল হাসান রাজবীর, মো. ওমর, ওমর ফারুক লিটন, মওদুদ আহমেদ মনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন- লামিয়া তালুকদার বৈশাখী, মো. আশিক, কামরুজ্জামান, রাশেদুজ্জামান রনি ও খোকন শর্মা ।

রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পরপরই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা । তারা একে অপরকে মিষ্টিমুখ করায় ।

ঘোষিত রুহিয়া থানা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, সংগঠন আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে । অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ।

এদিকে ঘোষিত হরিপুর থানা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, ছাত্রলীগকে আরও শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো । ছাত্রলীগ হবে সংগঠনের ও প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন ।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ছাত্রলীগের দায়িত্ব যাদেরকে দেয়া হলো তারা অবশ্যই সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে । আমরা আশা করি ঘোষিত কমিটির নেতৃবৃন্দের হাত ধরেই থানা এলাকায় ছাত্রলীগ সুসংগঠিত হবে এবং শাক্তিশালী সংগঠন হয়ে কাজ করবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আব্দুর রৌফ চৌধূরী স্মরণে ব্যাটমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুর রৌফ চৌধূরী স্মরণে ব্যাটমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে মোটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির উপজেলা কমিটি ঘোষণা

পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

দিনাজপুর বে-সরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ইফতার মাহফিল

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

বীরগঞ্জে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

বীরগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

দিনাজপুরে শিয়ালের  কামড়ে আহত ১৪

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত ১৪