বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় নৌকা ডুবিতে মৃত ৭২টি পরিবারর মাঝে নগদ অর্থ ও বন্ত্র বিতরণ করা হয়েছে। ব্রামণ সংসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার দুপুরে বোদা গোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দির প্রঙ্গনে ব্রামণ সংসদ রংপর বিভাগীয় সভাপতি প্রবন মুখার্জী, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি গোপাল মুখার্জী, সাধারণ সম্পাদক প্রনয় মুখার্জী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মন, উপজেলা হিন্দু বোদ্ধ খিষ্টান ঐ পরিষদের সাধারণ সম্পাদক উদয় কুমার ঘোষ, গোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দিরের সহ-সভাপতি বিমল সেন উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে নৌকা ডুবি নিহত ৭২ টি পরিবারের মাঝে ৭২ হাজার টাকা ও বন্ত্র বিতরণ করেন।