নিজস্ব প্রতিবেদক \ বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগ এর পরিচিতি সভায় বার্ষিক বনভোজন এর আয়োজন করা হয়। সোমবার দুপুর ১২টায় জাতীয় উদ্যান সিংড়া ফোরেষ্ট এ দিনাজপুর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ এর সভাপতি মো. কামাল হোসেন এর আয়োজনে বীরগঞ্জে বঙ্গবন্ধ সৈনিক লীগের পরিচিতি সভা ও বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, কাহারোল থানার ওসি ফেরদৌস, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু সহ বীরগঞ্জ কাহারোল দুই থানার সৈনিকলীগের আটশত সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংস্কৃতি অনুষ্টানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।