বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বোচাগঞ্জে জনসংগঠনের উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভলোপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে ভুমিহীন, কৃষি, ভুমি সংস্কার ইস্যূতে উপজেলা পরিষদ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
গতকাল ৯ নভেম্বর বুধবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জনসংগঠনের উপজেলা ভুমিহীন সম্বনয় পরিষদের সভা প্রধান নিশিকান্ত সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। এছাড়াও সিডিএর বোচাগঞ্জ-বিরল এর সমন্বয়ক মোঃ কামরুজ্জামান, দিনাজপুর জেলা ভুমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মোঃ লুৎফর হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ সহ ভুমিহীন আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।