শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১১, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,রাস্তার মোড়ে ছেঁড়া জুতা সেলাই করছেন মধ্য বয়সী এক নারী। জুতা জোড়া বা সেলাই করে মজুরি পাবেন ১৫ টাকা। সেলাই-কালি (রং) করে হাটের দিন আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। হাট ছাড়া ৫০ টাকাও আয় হয় না। থাকেন ভাড়া বাড়িতে। এ আয় দিয়েই চলে তাঁর সংসার। তাঁর কিশোর ছেলে সবেমাত্র নরসুন্দরের কাজ শিখছে। খেয়ে না-খেয়ে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ৮ বছর ধরে তিনি মুচির কাজ করছেন। সংগ্রামী ঐ নারীর নাম শেফালি দাস। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা এবং প্রয়াত রমেশ দাসের স্ত্রী। তাঁর স্বামী ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নের ভাউলার হাটের একটি মোড়ে মুচির কাজ করতেন। সেখানেই এখন বসেন তিনি। সপ্তাহে শুক্র ও মঙ্গলবার বসে হাট। ১১ নভেম্বর শুক্রবার হাটে শেফালি দাসের কথা হয় সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ এর সাথে । শেফালি বলেন, ৮ বছর আগে আকস্মিক তাঁর স্বামীর মৃত্যু হয়। হঠাৎ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে চোখে শর্ষে ফুল দেখতে থাকেন শেফালি। ক্ষুধার তাড়নায় স্বামীর রেখে যাওয়া মুচির কাজই শুরু করেন। প্রথমে তেমন কাজ না পারলেও পরে শিখে নেন। যা আয় হতো তা দিয়ে ৪ জনের সংসারে কোনো দিন এক বেলা, আবার কোনো দিন দুই বেলা ভর্তা-ভাত খেতে পারতেন। আমিষ তো বছরেও মুখে ওঠেনি। ১৪ বছরের ছেলে দীপুকে শেখাচ্ছেন স্যালুনের কাজ। বছরখানেক ধরে শেফালির আয় কমে গেছে। এতে হতাশ হয়ে পড়েছেন তিনি। ‘স্বামীর মৃত্যুর পর মনে হচ্ছিল ভিক্ষা করব। পরে চিন্তা করি সৃষ্টিকর্তা সুস্থ শরীর ও ভালো দুটি হাত দিয়েছেন। পরিশ্রম করে খাব, সে কারণে স্বামীর ফেলে যাওয়া পেশাকে নিজের পেশা হিসেবে বেছে নিই।’ বলছিলেন শেফালি দাস। এলাকার ভোটার হলেও বিধবা ভাতা পাননি শেফালি। জোটেনি আশ্রয়ণের ঘরও। ভাতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কাজ হয়নি। এখন তাঁর শরীর আগের মতো নেই। এ কারণে দিন দিন চিন্তা বাড়ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘সরকারি ভাতা পাব কিনা জানি না। মরার আগে যদি ছেলেকে নিজস্ব জায়গাতে রেখে যেতে পারতাম তা হলে মরেও শান্তি পেতাম।’ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, শেফালির বিষয়ে জানা ছিল না। আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে তাঁর বিধবা ভাতা সহ সরকারি ঘরে থাকার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।

বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে গোখরো সাপ অবমুক্ত

পীরগঞ্জে ১২ জন জুয়ারি আটক

পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

শাহ্্জাহান শাহ্্ নাট্যোৎসবে রংপুর নাট্যকেন্দ্রের রংপুর অঞ্চলের সংস্কৃতি “নিল ললিতার গীত” মঞ্চস্থ

শাহ্্জাহান শাহ্্ নাট্যোৎসবে রংপুর নাট্যকেন্দ্রের রংপুর অঞ্চলের সংস্কৃতি “নিল ললিতার গীত” মঞ্চস্থ

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

পীরগঞ্জে শীতার্তদের পাশে আমেরিকা প্রবাসি

বোচাগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারী ও সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ

পীরগঞ্জের টিএন্ডটি পাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাড়ি