রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড় বাজারে ভয়াবহ আগুনে ৮৪ দোকান পুড়ে ছাই সব হারিয়ে পথে বসেছেন অনেক ব্যবসায়ী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৩, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা শহরে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৮৪টি দোকানঘর সম্পূর্ণভাবে ভস্মিভ‚ত হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ২০-২৫টি দোকান। শুক্রবার রাত দেড়টার দিকে মধ্যবাজারের শুটকিহাটির একটি দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয়দের ধারণা। এরপর আগুন দ্রæত পাশের মুরগীহাটি, পানহাটি, মুড়িহাটি, বাখুপট্টিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে উপজেলা প্রশাসনের হিসেবে ক্ষতির পরিমান এক কোটি টাকা।
ফায়ার সর্ভিস ও স্থানীয়রা জানায়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত প্রায় দেড়টার দিকে পঞ্চগড় বাজার জামে মসজিদের উত্তর পার্শ্বের শুটকিহাটিতে একটি দোকানে আগুন লেগে এর লেলিহান শিখা দ্রæত বিস্তার লাভ করতে থাকে। অগ্নিকান্ডের খবর পেয়ে পঞ্চগড় ও আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট দ্রæত ঘটনাস্থলে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় ওই এলাকার অন্তত ৮৪টি দোকানসহ মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয় আরও ২০-২৫টি দোকান। মধ্যরাতে আগুনের খবর পেয়ে ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পঞ্চগড় বাজারের অধিকাংশ ব্যবসায়ী তাদের মালামাল রক্ষায় রাতেই নিজ দোকানে চলে আসে।
আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ী জয়নুল ইসলাম জানান, রাত একটার দিকে দোকান বন্ধ করে আমি বাড়ি যাই। হাতমূখ ধুয়ে ভাত খেতে বসেছি। এরই মধ্যে আগুনের খবর পাই। দ্রæত দোকানে এসে দেখি সব শেষ হয়ে গেছে। তিনি জানান আগুনে তার মুদি, মনোহারি ও মুড়ি-চিড়ার তিনটি দোকানের মালামাল সম্পূর্ন ভস্মিভ‚ত হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকার। ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ভয়াবহ আগুনে তার তিনটি দোকানের পান, সুপারী, জর্দাসহ অন্যান্য মালামাল ভস্মিভ‚ত হয়েছে। তার ক্ষয়ক্ষতি প্রায় ৫-৭ লাখ টাকা বলে তিনি দাবি করেন। সবকিছু হারিয়ে আমি এখন পথে বসেছি।
পঞ্চগড়ের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা আমাদের সবগুলো ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। পানির উৎস থাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এই মার্কেটের পাশে অনেক গালামালের দোকান রয়েছে। সেখানে অনেক দাহ্য পদার্থ ছিল। দ্রæত আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষয়ক্ষতির পরিমান আরও অনেক বেশি হত।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, আমাদের হিসেবে ৮৪টি দোকান সম্পূর্ণ এবং আরও কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান এক কোটি টাকা হতে পারে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাময়িকভাবে শুকনো খাবার, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানে দ্রæত সময়ের মধ্যে নতুন করে শেড নির্মাণ করে দেয়া হবে। তারা যেন আবারও নতুন করে ব্যবসা শুরু করতে পারে। অগ্নিকান্ডের বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর

ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় কাটছে না

সেতাবগঞ্জ ক্যাফে শুভ উদ্বোধন

ইসকন মন্দিরে গিরিগোর্বধন পূজা ও অন্নকুট মহোৎসব

রাণীশংকৈলে শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপণী

চলে গেলেন পঞ্চগড়ের ১৪৪ বছর বয়সী প্রবীণ চান মিয়া

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

রানীশংকৈলে রাতের আঁধারে খোঁড়া হলো প্রাচীন মাজার

ঠাকুরগাঁওয়ের স্ত্রীর মামলার আসামি পলাতক  স্বামী জাহাঙ্গীর আলম গ্রেফতার