বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
বীরগঞ্জে ক্ষেতের ফসল তুলতে না পেরে ক্ষেতেই নষ্ট হয়ে বর্গা চাষীদের স্বপ্ন দুঃস্বপ্ন হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জমির প্রকৃত মালিকপক্ষ এবং বর্গাচাষীদের রোপনকৃত ২০ থেকে ২২ একর জমিতে থাকা পাকা ধান কর্তনে প্রতিপক্ষের বাঁধার মুখে প্রায় ১১ শ থেকে ১২ শত মন ধান ক্ষেতেই ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ২৫ নভেম্বর শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে বিষয়টি সমন্ধে জানতে চাইলে আইনজীবি মোঃ শরিফুল ইসলাম এর পিতা মোঃ রিয়াজুল ইসলাম সহ বর্গা চাষীরা জানান , বাদলাপাড়া ও ছিড়াবাজু মৌজার প্রায় ৩০ একর জমির প্রকৃত মালিকানার সপক্ষে প্রয়োজনীয় দলিল পত্রাদি ও হালসন খাজনা খারিজ থাকা সত্বেও প্রতিপক্ষ দুষ্কৃতকারী মাহাবুব হোসেন বাবু, শাহানাজ পারভীন গংয়ের হুমকি,ধামকি ও বাঁধার মূখে নিজেদের আবাদকৃত ও বর্গাকৃত ক্ষেতের ফসলি হাইব্রিড ৫১ ধান ক্ষেতেই ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে জমিমালিক সহ বর্গা চাষীদের ধান নষ্ট হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি পার্শ্ববর্তী আশপাশের কৃষকেরা ফসল ঘরে তুলে জমি চাষ করে পরবর্তী নতুন আবাদ যেমন আলু, ভূট্টা সহ বিভিন্ন ধরনের ফসল রোপন করলেও উল্লেখ্য ভোগদখলীয় জমির মালিক ও বর্গাচাষীদের এতগুলো জমির পাকা ধান জমিতেই ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। বর্গাচাষীরা আরোও জানান, দিনমজুরি সহ বিভিন্ন কর্মকরে উপার্জনকৃত কষ্টের জমানো টাকা কিংবা সমিতি, এনজিও থেকে নেয়া লোনের টাকা অথবা দাদনের টাকা দিয়ে ১/২/৩ বিঘা জমি বর্গা নিয়ে ফসল রোপন করলেও বিবাদের কারণে পাকা ধান কর্তন করতে না পাড়ায় ক্ষেতের ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। তাদের দাবী আজকালের ভিতরেই ধানকাটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং বিষয়টি নিয়ে নিজেদের পরিবার পরিজন নিয়ে চরমভাবে হতাশায় ভূগছে। বিবাদী মাহবুব বাবুর থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তবে বাবুর ছোট ভাই ওয়াসিম বলেন,আমরা ধান কর্তনে কোনো বাঁধা প্রদান করছি না।
স্থানীয় সচেতন মহলের অনেকেই অভিমত ব্যক্ত করে জানান, বর্তমানে দেশের খাদ্য উৎপাদন ও সংগ্রহ অভিযান সফল করার লক্ষ্যে এই বিশাল পরিমাণের ধান জমিতেই ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে বর্গাচাষীদের ফসল ঘরে তোলার ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এমতাবস্থায় ভুক্তভোগীরা উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে বিষয়টিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আকুল আবেদন জানিয়েছেন।