রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৭, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বিরল এজেন্ট ব্যাংকিং এর মালিক ইমতিয়াজ কাওছার বাবুর ছিনতাই হওয়া প্রায় ১০ লাখ লাখ টাকা মধ্যে ৭ লক্ষাধিক টাকা উদ্ধারসহ পরিকল্পনাকারিসহ ছিনতাই চক্রে ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের কর্মকর্তারা।
গত ২৪ নভেম্বর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছিল চক্রের ১০ সদস্য। পরে একে একে গ্রেফতার হয়েছে ৮ সদস্য।
রবিবার দুপুর নিজস্ব কার্যালয়ে প্রেস বিফিংএ গনমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার জিন্নাত আল মামুন, কোতোয়ালী থানার ইনচার্জ তানভিরুল ইসলাম তানভীর, তদন্ত ইন্সপেক্টর গোলাম মাওলা শাহ্, ইন্সপেক্টর ইন্টেলিজেন্স বিশ্বনাথ দাশ গুপ্ত, উপ পরিদর্শক বাদল কুমার মন্ডলসহ গ্রেফতার অভিযানে অংশ গ্রহনকারি অন্যান্যরা।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, পুর্ব পরিকল্পনামতো ২৪ নভেম্বর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে ওৎ পেতে ইসলামী ব্যাংকের বিরলের এজেন্ট ইমতিয়াজ কাওছার বাবুর ৯ লাখ ৯০ হাজার টাকা বহনকারি সাইদুর রহমানের মোটর সাইকেলে গতিরোধ করে সব টাকা ছিনিয়ে নেয় ৮ সদস্যের ছিনতাইকারিরা। বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহারসহ কৌশল অবলম্বন করে বিরামপুর উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রথমেন তারা আটক করেন চক্রের ৩ সদস্যকে। পরে একে একে আরো ৫জনকে আটক করে উদ্ধার করতে পেরেছেন ৭ লাখ ২ হাজার টাকা, ছিনতাইয় কাজে ব্যবহৃত ৩ টি মোটর সাইকেলসহ বিভিন্ন উপকরন।
মুল হোতা জেলা সদরের ৬ নম্বর উপশহরের বাসিন্দা দাবাতুল ইসলাম উজ্জল। তার বিরুদ্ধে আগের অপরাধে ৫ টি মামলা রয়েছে। মূল পরিকরল্পনাকরি সে। তার নের্তৃত্বে ছিনতাইয়ে অংশ নেন অন্যরা। ভাগ বাটোয়ারার টাকায় জুতাসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করেছিল তাদের কেউ কেউ। সব আলামত জব্দ করেছেন তারা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলা সদরের বাসিন্দা। এদের মধ্যে ৭ নম্বর উপশহরের বাসিন্দা মৃত জুলফিকারের ছেলে সজিব আলী বাবু অটোবাইক চালক, ৫ নম্বর উপশহরের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে শাখাওয়াত সরকার অর্নব ইন্টারনেটের ওয়াইফাই সার্ভিসে কর্মরত, ৩ নম্বর উপশহরের বাসিন্দা মৃত মোকাররম হোসেনের ছেলে নাদিম মাহমুদ দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র, একই এলাকার বাসিন্দা নোর কুতুবুল আলমের ছেলে ফজলে রাব্বি উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের গার্মেণ্টস বিষয়ে অধ্যায়নরত, মুল পরিকল্পনাকারি দাবাতুল ইসলাম উজ্জ্বল ৬ নম্বর উপশহরের বাসিন্দা হাবুল সরদারের ছেলে। সে বেকার। তার বিরুদ্ধে ৫ টি মামলা বিচারাধীন রয়েছে, সুইহারি খালপাড়া মহল্লার বাসিন্দা মৃত সামছুল আলমের ছেলে রবিউল ইসলাম সুমন বেকার, পুলহাট বাহারপাড়ার বাসিন্দা সামিনুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম মিঠুন অটো বাইকের মেকার এবং উপশহরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম কনকের নিজস্ব ইটভাঙ্গা মেশিন রয়েছে। মুল জড়িতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

বীরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার -৪

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে !

ইমদাদুল হককে নৌকা দেয়ার দাবীতে পীরগঞ্জে মহিলা আওয়ামীলীগের মিছিল

বোদায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা উৎসব অনুষ্ঠিত

আটোয়ারীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

তেঁতুলিয়ায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

বীরগঞ্জে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার!