দিনাজপুরে একটি প্লাস্টিক বস্তার মধ্যে কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ ২২০ বোতল ফেন্সিগ্রিফসহ সাবেক ইউপি মেম্বার রিয়াজুল ইসলাম রিজু নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদক দ্রব্য অধিদপ্তরের একটি দল।
গত সোমবার দিবাগত রাতে দিনাজপুর সদরের জয়রামপুর ধানিয়াপাড়া গ্রামের ধানিয়াপাড়া জামে মসজিদের পূর্ব পার্শে কাঁচা রাস্তা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক রিয়াজুল ইসলাম রিজু (৪৫) দিনাজপুর সদরের কমলপুর ইউপির গহনগাছি উত্তরপাড়ার শমসের আলীর ছেলে। সে এই ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল।
মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর ইউপির জয়রামপুর ধানিয়াপাড়া গ্রামের ধানিয়াপাড়া জামে মসজিদের পূর্ব পার্শে কাঁচা রাস্তা দিয়ে উক্ত মাদক কারবারি প্লাস্টিক বস্তায় নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় বস্তা থেকে ২২০ বোতল ফেন্সিগ্রিপ উদ্ধার করা হয়। পরে আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করি।
মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোঃ শাহনেওয়াজ এর সত্যতা নিশ্চিত করেন।